দর্শনা পারকৃষ্ণপুর-মদনায় কৃষিতে নারীর ভূমিকা শীর্ষক মতবিনিময়সভা
দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদে কৃষিকর্মে নারীদের অংশ গ্রহণ নিশ্চিতকরণ ও দেশের অগ্রযাত্রায় নারীকে অর্থনৈতিক স্বাবলম্বী শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, কৃষি প্রধান দেশ বাংলাদেশ। এ দেশের জনশক্তির অর্ধেক নারী। তাই নারীদের বাদ দিয়ে দেশ ও জাতির উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। এ দেশের নারীরা এখন কারো মুখোপেক্ষী নয়। তারা কর্ম-দক্ষতা ও যোগ্যতায় নিজেদের গড়ে তুলেছে। করেছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। মনে রাখতে হবে নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই। দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে নারীরা। নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করে তুলতে শেখ হাসিনা সরকার কাজ করছে অবিরাম। ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলমের সভাপতিত্বে সভায় আলোচনা করেন ইউপি সদস্য আব্দুর রহমান, হযরত আলী, ওয়েভ কর্মকর্তা কামরুজ্জামান যুদ্ধ, সাইফুর রহমান, জাকির হোসেন, লাল্টু রহমান, আলমগীর, সাজ্জাদ হোসেন, তানভির সাগর, মানিক প্রমুখ। সভার আগে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান পারকৃষ্ণপুর-মদনা এলাকার বিভিন্ন স্থানে নারীদের চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময় তিনি ৯ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।