নামাজ পড়ে ও কোরআন শিখে পুরস্কার পেলেন ৪২ জন

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে টানা ৪০ দিন জামাতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে ও দুইমাসে কুরআন শিখে পুরস্কার পেলেন ৪২ মুসল্লি।
জানা গেছে, পুরাতন হাউলী গ্রামে নামাজ ও কুরআন শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে নাম প্রকাশে অনিচ্ছুক ধর্মপ্রাণ এক নারী প্রতিযোগিতার আয়োজন করেন টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও ২ মাসে কুরআন শিক্ষা গ্রহণের। শুরুতে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণি পেশার ৬৪ জন মুসুল্লি প্রতিযোগিতায় নাম লেখান। তবে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ে সক্ষম হন ৪২ জন। গতকাল রোববার মাগরিবের নামাজের পর সমাজসেবক শামসুজ্জোহার সভাপতিত্বে বিজয়ীদের মাঝে জায়নামাজ, তসবি, আতর, টুপি এবং পাঞ্জাবি উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মাজলিসুল মুফাসসিরীনের আইন বিষয়ক সম্পাদক হাফেজ মাও. আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আ.লীগের সভাপতি আজিজুর রহমান, আসাদুল, আরিফ, আজাদ প্রমুখ। অনুষ্ঠানটির পরিচালনা ছিলেন মাজলিসুল মুফাসসিরীনের জেলা শাখার সদস্য শিক্ষক মাও. আনারুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনিরুজ্জামান ঝন্টু। নামাজ ও কুরআন শিক্ষার প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে গ্রামবাসী।

Comments (0)
Add Comment