নানা আয়োজনে মেহেরপুরে ১০০তম সমবায় দিবস পালিত

 

মেহেরপুর অফিস: জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও র‌্যালীর মধ্যে দিয়ে মেহেরপুরে ১০০তম সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে সমবায় দিবস উপলক্ষে দিনটি পালন করা হয়। মেহেরপুর জেলা সমবায় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সমবায় ব্যাংক ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম সমবায় পতাকা উত্তোলন করেন। পরে সেখানে বৃক্ষরোপণ করা হয়। এদিকে ১০০তম সমবায় দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালার নেতৃত্বে র‌্যালীটি সমবায় অফিস থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থাানে শেষ হয়। র‌্যালীতে অন্যান্যের মধ্যে জেলা সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা চেয়ারম্যান নুরুল ইসলাম, রোকনুজ্জামান তুষার প্রমূখ অংশগ্রহণ করেন। পরে জেলা সমবায় কার্যালয় মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা সভায় সভাপতিত্ব করেন।

Comments (0)
Add Comment