কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চারুলিয়ায় বসতবাড়ির মাটি খুঁড়ে প্রায় ৪০ টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সাপের বাচ্চাগুলো উদ্ধারের পর হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে চারুলিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে ও ইউপি সদস্য মনিরুল ইসলামের ভাই আমিনুর রহমানের বসতঘর থেকে সাপ উদ্ধার করা হয়। ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, আমার ভাইয়ের ঘরের ভিতর একটি কক্ষ মাটির ছিলো। সেখান থেকে সাপগুলো উদ্ধার করি। এর আগেও ওই বাড়ি থেকে সাপ উদ্ধার করে হত্যা করা হয়েছে। দেখে মনে হচ্ছে এগুলো গোখরা সাপের বাচ্চা।