ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলোকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের সাবেক সভাপতি আলোকদিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজি মো. আবুল কালাম আজাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল দুপুর দেড়টার দিকে ইউনিয়নের হাতিকাটায় চেয়ারম্যান হাজি মো. আবুল কালাম আজাদের অফিসে এই সংবর্ধনা প্রদান করেন আলোকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সহকারী শিক্ষক উসমান গনি, সালেহিন কবীর, হাফিজুর রহমান, মাসুদ রানা, মানিক হোসেন, আকরামুল হাসান, মহাবুল হক, রাজন বাদশা, এশনেআরা খাতুন, রাশিদা খাতুন, সবনম মুস্তারি, রাজিয়া সুলতানা, সোনিয়া খাতুন, টিটু মিয়া, অপু মিয়া, ববিতা খাতুন প্রমুখ। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজি মো. আবুল কালাম আজাদ বলেন, ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয়টিতে লেখাপড়ার মানোন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে জানান।