দর্শনা অফিস: কেরুজ চিনিকলের এডিএম শেখ শাহবুদ্দিনের বাড়িতে দিন-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরিকালে প্রতিবেশীরা হাতেনাতে পাকড়াও করেছে চোর যশোরের সোহেলকে। সোহেলকে পুলিশে সোপর্দ করে দায়ের করা হয়েছে মামলা। কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহবুদ্দিন অফিশিয়াল কাজে ঢাকায় অবস্থান করছেন। পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছে ঢাকাতে। ফাঁকা বাড়ি থাকায় সুযোগ কাজে লাগিয়েছে চোরচক্রের এক সদস্য। শেখ শাহবুদ্দিনের কেরুজ স্কুলপাড়াস্থ বাড়িতে গতকাল বুধবার দুপুরে জানালার গ্রীল কেটে ভেতরে ঢোকে অভিযুক্ত এক চোর। ঘরে স্টিলের আলমারি ভেঙে চুরি করে স্বর্ণালঙ্কার। আলমারি ভাঙার শব্দে একজন প্রতিবেশী ভেতরে কে জানতে চাইলে ভেতর থেকে জানানো হয় রং মিস্ত্রি ঘরে রঙের কাজ করছি। যেহেতু প্রতিবেশীদের জানা ছিলো ফাঁকা বাড়ি, সেহেতু তারা ধরে ফেলে চোরকে। আটককৃত চোর যশোর সদর উপজেলার শংকরপুর ভাঙাড়ি পট্টির হাফেজ আলীর ছেলে ফরহাদ শিকদার ওরফে সোহেল (২৫)। উৎসুক জনতা আটককৃত চোর সোহেলকে উত্তম-মাধ্যম শেষে দর্শনা থানা পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় দর্শনা মোবারকপাড়ার শফি উদ্দিনের ছেলে মহিদুল ইসলাম বাদি হয়ে গতকালই দর্শনা থানায় অভিযুক্ত চোর সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।