দর্শনা অফিস: দেশে-বিদেশে লোক সাংস্কৃতির আলো ছড়াচ্ছেন ধীরু বাউল। ইতোমধ্যেই তিনি ভারতের আসামের বঙ্গ মৈত্রী সম্মেলনে তিনদিনব্যাপী বাউল গান গেয়ে দেশের সুনাম অর্জন করেছেন। বিদেশের মাটিতে দেশের সুনাম অর্জনকারী ট্যালেন্ট হান্ড টপটেন বাউল, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী ধীরুকে ফুলেল শুভেচ্ছা ও আলোচনাসভার আয়োজন করা হয়। দর্শনা রূপসী বাংলা সোসাইটির পক্ষ থেকে গতকাল রোববার রাত ৮টার দিকে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক মাথাভাঙ্গার প্রকাশক-সম্পাদক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলআমিন বলেন, ধীরু বাউল আমাদের লোক সাংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও বাঙ্গালীর সংস্কৃতির আলো ছড়িয়েছেন। এতে যেমন দেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে, তেমনি গর্বিত হয়েছে চুয়াডাঙ্গা জেলাবাসী। বাংলার ঐতিহ্যে লালিত বাউল সঙ্গীত, আমাদের সাংস্কৃতির ভান্ডারের অমূল্য সম্পদ। ধীরু বাউল যে সম্মান বয়ে এনেছেন, এ জন্য তাকে শুধু ধন্যবাদ দিয়েই নয়, পৃষ্টপোষকতা ও সার্বিক সহযোগিতার জন্য সকলের এগিয়ে আসা উচিত। তাই দেশের জন্য যারা সম্মান বয়ে আনে, তাদের সম্মানিত করা নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, সিডিএল’র পরিচালক কবি আবু সুফিয়ান, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ওসমান। রূপসী বাংলার নির্বাহী পরিচালক হারুন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রাণবন্ত উপস্থাপনা করেন সাংবাদিক হানিফ মন্ডল। এ সময় ধীরু বাউলকে ফুলেল শুভেচ্ছা দেন রূপসী বাংলা সোসাইটির পক্ষ থেকে নির্বাহী পরিচালক হারুন রাজু, দর্শনা সাহিত্য পরিষদের পক্ষ থেকে সভাপতি শাহজামাল, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, ভালোবাসান বন্ধন দর্শনার পক্ষ থেকে সুমন, আসহাবুল, আয়নাল, আল আমিন, দর্শনা কোচিং সেন্টার মিডিয়ার পক্ষ থেকে পরিচালক আলতাব হোসাইন। এ ছাড়া ধীরু বাউলকে ফুলেল মালা পরিয়ে দেন আকন্দবাড়িয়া বাউল পরিষদের লাঠিয়াল ওস্তাদ রাহাত আলী, জারিগানের ওস্তাদ আমির হোসেন প্রমুখ।