স্টাফ রিপোর্টার: দামুড়হুদায় মধুমাস উপলক্ষে মরসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জমকালো আয়োজনে দামুড়হুদার ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুল চত্বরে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফল উৎসবের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। ফল উৎসবে ১২টি স্টলে আম, জাম, কাঠাল, লিচু, কলা, তাল, বেল, পেয়ারা, ডাবসহ হরেক রকমের দেশি ফল প্রদর্শন করে প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। ছিলো পাকা পেঁপে, জামরুল, আমলকি, কামরাঙ্গা, কাঠ লিচু, আমড়া, গাব, পাকা তেঁতুল, বন কাঠাল, ডালিম, বেদানা, খরমুজ, খেজুরসহ ৭০ পদের ফল। দেশি ফলের মৌ মৌ গন্ধে মেতে ওঠে উৎসব। দেশি ফলের গুরুত্ব ও পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দিতে ও নতুন প্রজন্মকে দেশি ফলের সাথে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন বলে জানায় কর্তৃপক্ষ। প্রতিটি স্টল ঘুরে দেশি ফলের স্বাদ নিয়ে তৃপ্তির ঢেকুর তোলেন অতিথিরা। ক্ষুদে শিক্ষার্থীদের আয়োজনে মুগ্ধ হন তারা। পরে ফল উৎসবের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের সভাপতি দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক জহির রায়হান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন ও ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ। উপস্থিত ছিলেন ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের সহকারী তত্বাবধায়ক সিনিয়র শিক্ষক রাজু আহমেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা বলেন, মধুমাসে মরসুমি ফল উৎসবের গুরুত্ব অপরিসীম। ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের শিক্ষার্থীদের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে। প্রতিটি স্টল ঘুরে অনেক নতুন নতুন ফলের সাথে পরিচিত হওয়া গেছে। ফল উৎসবের মাধ্যমে দেশি ফলের সাথে পরিচিত হবে নতুন প্রজন্ম। সেই সাথে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে তাদের অবহিত করতে হবে।