ডিঙ্গেদহ প্রতিনিধি: ‘বিজ্ঞান ও প্রযুক্তি আনবে দেশে সমৃদ্ধি’ সেøাগানকে সামনে রেখে বিজ্ঞানের উদ্ভাবনী বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে র্যালী, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল রোববার ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় পল্লী উন্নয়ন সংস্থা পাস এ বিজ্ঞান প্রযুক্তি মেলার আয়োজন করে। সকাল ১০টায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। উদ্বোধন শেষে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালি ডিঙ্গেদহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। মেলায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার স্টলগুলোতে প্রদর্শন করা হয় বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবণী বিষয়গুলি। দ্বিতীয়পর্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আক্তারের তত্বাবধানে ‘বিজ্ঞান প্রযুক্তি মানব জাতির জন্য আশির্বাদ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম। তিনি বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন। আজ মোবাইল হাতে থাকলেই সারা দুনিয়া হাতের মুঠোয়। কৃষির উৎপাদন বেড়েছে ৩-৪ গুন। এগুলো সম্ভব হয়েছে বিজ্ঞানের অগ্রযাত্রার কারনে। দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে বিজ্ঞানের কোন বিকল্প নেই। ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যে মেলার আয়োজন করা হয়েছে এ মেলার মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রীরা পুথিগত শিক্ষার পাশাপাশি বাস্তব জ্ঞান ধারণ করতে পারবে। এখন মানুষ ইন্টারনেট ব্যবহার করে গ্রামে বসেই শহরের সকল সুবিধা ভোগ করতে পারছে। এ সময় তিনি মেয়েদের বেশী বেশী পড়ার জন্য আহ্বান জানান। কোন বিষয় একবার পড়লে মুখস্থ না হলে বারবার চেষ্টা করতে হবে। পিতা-মাতা ও মুরব্বিদের প্রতি সম্মান জানাতে হবে। তাহলে জীবনে সফল হতে পারবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল আহাম্মেদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত মাহামুদ, পল্লী উন্নয়ন সংস্থা পাসের নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন। বিকেল ৩টায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আক্তারের ব্যবস্থাপনায় ‘বিজ্ঞান প্রযুক্তি মানব জাতির জন্য অভিশাপ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পক্ষে দলে অংশগ্রহণ করে ৮ম শ্রেণির ছাত্রীরা এবং বিপক্ষের দলে অংশগ্রহণ করে ১০ম শ্রেণির ছাত্রীরা। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহাম্মেদ। শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী সকল ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।