দু কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী র‌্যাব’র হাতে আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের ডিঙ্গেদহ মানিকদিহির আজিবর রহমানকে দু কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাব। শনিবার দুপুরে ডিঙ্গেদহ হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করা হয়।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যা ব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করে। চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ডিঙ্গেদহ হাটখোলা বাজার সাকিনস্থ জনৈক বকুল মোল্লা এর রাইচমিল এর সামনে অভিযান পরিচালনা করে আজিবর রহমানকে (৪৫) আটক করা হয়। তিনি মানিকদিহির মৃত আকবর মন্ডলের ছেলে। তার নিকট থেকে উদ্ধার করা হয় দু কেজি গাঁজা,০১টি মোবাইল ও ০২টি সীম কার্ড।পরবর্তিতে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া করা হয়।

 

Comments (0)
Add Comment