দামুড়হুদার ডুগডুগিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
দামুড়হুদা অফিস: দামুড়হুদার ডুগডুগি বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দামুড়হুদার ডুগডুগি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জোলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় ডুগডুগি বাজারের শ্রী অশিত দধি ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় একই বাজারে মেসার্স ডুগডুগি ভান্ডারে কাঁচা মালের মূল্য তালিকা না থাকায় একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পৃথক ২টি প্রতিষ্ঠান থেকে ১৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ডুগডুগি কাঁচা বাজার, মাছ, মাংস, খাবার হোটেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য তদারকি করাসহ সকল ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের ব্যাপারে সতর্ক করে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।