মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগ সমর্থিত সাবেক-বর্তমান দুই ইউপি সদস্যের আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে সংঘর্ষে আহত আলাউদ্দিন শেখ (৫৩) নামে এক কৃষক মঙ্গলবার দুপুরে মারা গেছেন। সংঘর্ষে আহত আরও ১০ জনকে মাগুরা, ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম মোল্যা শ্রীকোল ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবু বক্কার মোল্যার কাছে হেরে যান। এ ঘটনা নিয়ে নির্বাচনের পর থেকে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
এর ধারাবাহিকতায় সোমবার বিকালে গ্রামের মধ্যে কাজীবাড়ি মোড়ে শ্রীকোল ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান আবু বক্কার মোল্যাকে একাকি পেয়ে সাবেক ইউপি সদস্য ফরিদ মোল্যার লোকজন কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনার পর বক্কার মোল্যার সমর্থকরা প্রতিপক্ষের ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
এ সময় অন্তত ১৫টি বাড়ি ভাংচুরের পাশাপাশি আলাউদ্দিন শেখ, গোলাম রসূল মোল্যা, আবু তাহের, ওসমান গণি, অনজিলা বেগম, আসমা খাতুন ও রেহেনা বেগম, আতিয়ার রহমান খান এবং আকিদুল ইসলাম প্রতিপক্ষের হামলায় আহত হন। তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে অবস্থা আশঙ্কাজন হওয়ায় আবু বক্কার মোল্যা, আলাউদ্দিন শেখ, আকিদুল ইসলাম এবং আতিয়ার রহমানকে রেফার্ড করা হয়। মঙ্গলবার দুপুরে আলাউদ্দিন শেখ (৫৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এদিকে আলাউদ্দিন শেখের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সংঘর্ষে জড়িত ১২ জনকে আটক করেছে।