দামুড়হুার রামনগরে হাই-ব্রিড ফুলকপি ‘সামার হোয়াইট’ মাঠ দিবস অনুষ্ঠিত

 

দামুড়হুদা অফিস: দামুড়হুার রামনগরে এ আর মালিক সিডসের হাই-ব্রিড ফুলকপি ‘সামার হোয়াইট’ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে রামনগর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহা, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামানসহ উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত পরিবেশকবৃন্দ, কৃষকবৃন্দ।

অনুষ্ঠানে জানো হয়, হাইব্রিড ফুলকপি সামার হোয়াইট জাতটি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জমিতে বপণ করা যায়। এ জাতটি উচ্চতাপমাত্রা সহনশীল এবং হালকা বৃষ্টিপাতেও ভালো ফলন হয়। এর পাতাগুলো খাড়া প্রকৃতির হওয়ায় সূর্যের আলো সরাসরি ফুলকপির ওপর পড়ে না যে কারণে রঙ সাদা থাকে। ৪০ থেকে ৪৫ দিনে ফসল সংগ্রহ করা যায় এবং প্রতিটির ওজন ৫০০ থেকে ৭০০ গ্রাম হয়। সামার হোয়াইট ফুলকপি খুব টাইট হয় এবং দীর্ঘ পরিবহনেও ভালো থাকে। এই জাতটি চাষ করে কৃষকরা লাভোবান হতে পারবেন তাই এই জাতটি দেশের সকল কৃষকদেরকে চাষ করার জন্য আহ্বান জানানো হয়।

Comments (0)
Add Comment