দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম হেলাল উদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ (১ সেপ্টেম্বর)। ১৯৩৭ সালের ৫ই মার্চ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ডুমুরিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন তিনি। ১৯৫৩ সালে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় তিনি। এরপর খুলনা বিএল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে শিক্ষা লাভ করেন। ৩৬ বছর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষকের পদক লাভ করেন। যশোর শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় বিষয়ে প্রধান পরীক্ষক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একজন সৎ, ধার্মিক, মেধাবী ও কৃতি ছাত্র। কর্মজীবনে তার কৃতিত্ব ও অর্জন ছিল অনেক এবং অনন্য অসাধারণ ব্যক্তিত্বের অতুলনীয় মানুষ ছিলেন তিনি। তিনার মাগফেরাত কামনায় আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীদের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।