দামুড়হুদা নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা

 

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতাকে উপজেলা শিল্পকলা একডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, একডেমির সদস্য দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা গালস স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি শিল্পকলা একডেমির সদস্য ইসমাইল হোসেন, শিক্ষক আসমত আলী, আক্কাছ আলী, সদস্য আবুল কালাম মাস্টার, বশির আহাম্মেদ, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, শিল্পী ছাইদুর রহমান, আরিফ হোসেন প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার শিল্পকলা একাডেমির খোঁজখবর নেন ও তিনি তার পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

Comments (0)
Add Comment