দর্শনা অফিস: দামুড়হুদা ও জীবননগর উপজেলা পূজা উদযাপন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পৃথক পৃথকভাবে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু কিশোর কুমার কু-ু, দামুড়হুদা উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক আনন্দ ঘোষ, সদস্য সচিব সনজয় হালদার, জীবননগর উপজেলা আহ্বায়ক জীবন সেন, সদস্য সচিব প্রশান্ত কুমারসহ বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দ। শুভেচ্ছা শেষে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এমপি টগর। এ সময় তিনি নবগঠিত দুটি কমিটির নেতৃবৃন্দকে দিক নির্দেশনামূলক পরামর্শসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।