দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বাবুকে সম্মাননা স্মারক প্রদান

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবুকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই ক্রেস্ট প্রদান করা হয়। আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, উপজেলা যুবলীগ নেতা রকিবুল হাসান রকিব, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আলমগীর হোসেন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment