দামুড়হুদা/জুড়ানপুর প্রতিনিধি: দামুড়দা ইব্রাহীমপুরের বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল সোমবার বেলা ৮টার দিকে চুয়াডাঙ্গায় ছেলের শশুর বাড়িতে বার্ধক্য জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং বিকেল ৪টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ গ্রাম ইব্রাহীমপুর কবরস্তানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। জানা গেছে, দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদের উপস্থিতিতে দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিল্লাল, সাবেক কমান্ডার রেজাউল হক, জিন্নাত আলী, চাঁদ আলীসহ তার সহপাঠী মুক্তিযোদ্ধাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজাসহ স্থানীয় ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং আত্মীয় স্বজনসহ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।