দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম কে বদলি জনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দামুড়হুদা উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির মহিদুল ইসলাম, সার্ভেয়ার রাকিবুল হাসান, দামুড়হুদা ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা পান্না মিয়াসহ সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ।