দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন একটি মানুষও থাকবে না ভূমিহীন ও গৃহহীন’ এ স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দামুড়হুদা উপজেলায় ১২৩ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বরাদ্দ দিয়ে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলার ১ম ধাপে ৩০টি, ২য় ধাপে ৩২টি ও ৩য় ধাপে ৬২টি পরিবারের মধ্যে ভূমি ও গৃহ দেয়া হচ্ছে। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। এছাড়াও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।