দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় মতবিনিময় অব্যহত রেখেছেন দামুড়হুদা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সচিব, উদ্যাক্তাসহ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ের পর তিনি গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিজ কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি উপজেলার উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, আবুল হাশেম মেম্বার, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমুখ।