দামুড়হুদায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতবিনিময়সভা অনুষ্ঠিত

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবিতে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক মিলনায়তনে মতবিনিময়সভা করে দামুড়হুদা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল হক। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কলাবাড়ি-রামনগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান, জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক, মোক্তারপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার হোসেন, চারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ হারুন, বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী, দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের সহপ্রধান শিক্ষক মিরাজুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় আগামী ২০মার্চ ঢাকার মহাসমাবেশে যোগদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত গৃহীত হয়।

Comments (0)
Add Comment