দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে মোটরসাইকেল চালকদের জরিমানা

 

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মোটরসাইকেল চালককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের জয়রামপুর কাঠালতলা নামক স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট সানজিদা বেগম এ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরযান চালানোর দায়ে ৬জনকে সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৬৬-৭২-৭৭ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট সানজিদা বেগম জানান, মোটরসাইকেল চালদের নিকট বৈধ কাগজপত্র না থাকায় ৬টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান। অভিযান পরিচালনায় সহায়তা করেন নির্বাহী অফিসের পেসকার জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার পুলিশ।

Comments (0)
Add Comment