দামুড়হুদায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিনামূল্যে বীজ, সার ও উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২২-২০২৩ অর্থ বছরের খরিপ মরসুমের গ্রীস্মকালীন প্রনোদনার পেঁয়াজ বীজ, সার ও উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা কৃষি অফিসের উপ-পরিচালক বিভাস চন্দ্র শাহা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। প্রধান অতিথি বলেন, কৃষি প্রনোদনা যারা ব্যবহার না করেন তা হলে স্মাটকার্ড পাবেন না। আমাদের কাছে তালিকা আছে আমরা সরেজমিনে মাঠে যাবো। কোনো চাষি যদি বীজ, সার ও টাকা নিয়ে চাষ না করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিপ মরসুমে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৫০জন কৃষকের মাঝে ১কেজি পেঁয়াজের বীজ, ২০কেজি ডিএপি, ২০কেজি এমওপি সার, বালাই নাষক ১প্যাকেট, পলেথিন ও সুতা ও নগদ ২হাজার ৮০০টাকা দেওয়া হবে। এই বীজ, সার বিতরণের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার বিশ্বাস, উপ-সহকারী কৃষি অফিসার জালাল উদ্দীন, সাইফুল ইসলাম, সারকেটিং ফেসিলেটিটর বদরুল আলমসহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও কৃষকবৃন্দু।

Comments (0)
Add Comment