দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন দিলারা রহমান। রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকনের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান মেহেরপুরের গাংনী ও এর আগে মাগুড়ার শ্রীপুর উপজেলায় সুনামের সাথে ইউএনও’র দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে সর্বোচ ডিগ্রি অর্জন করেন। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা সন্তানের জননী। দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।