দামুড়হুদায় জাতীয় পার্টির প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

দামুড়হুদা অফিস: জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদেরের গাড়ি বহরে হামলার প্রতিবাদে দামুড়হুদায় জাতীয় পার্টির প্রতিবাদসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে দামুড়হুদা উপজেলা ডাক বাংলা চত্বরে প্রতিবাদসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ মল্লিকের সভাপতিত্বে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ঝন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর ইসলাম, হাউলী ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মধু, দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। দামুড়হুদা উপজেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ আজম সদুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা আশরাফুল, আব্দুল ওয়াহেদ, আসাদুল হক, রিপন। জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদেরের গাড়িবহরে হামলার প্রতিবাদে দামুড়হুদায় প্রতিবাদ সভা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদেরের গাড়ি বহরে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার ও শাস্তির দাবী করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন জাতীয় পার্টির নেতা আমিরুল ইসলাম। দোয়া মাহফিল শেষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলমের হাতে হাত দিয়ে বিভিন্ন দল থেকে আগত নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগদান করেন।

Comments (0)
Add Comment