দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র মাহাবুব মরশেদ সানিম (১৬) চুল কাটতে যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে। গত পরশু বুধবার সকালে সে জয়রামপুর শেখ পাড়াস্থ মামার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন গতকাল বৃহস্পতিবার নিখোঁজ স্কুলছাত্রের মামা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ স্কুলছাত্র ঝিনাইদহ জেলার হরিণাক- থানার ভায়না গ্রামের আরিফুল ইসলাম আরিফের ছেলে ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়ার মামুন উর রহমানের ভাগ্নে। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র মাহাবুব মরশেদ সানিম জয়রামপুর গ্রামের শেখপাড়াস্থ মামা মামুন উর রহমানের বাড়ি থেকে বিগত পাঁচ বছর যাবত লেখাপড়া করে আসছে। বুধবার সকালে সানিম চুল কাটার কথা বলে বাইসাইকেলযোগে জয়রামপুর থেকে দামুড়হুদায় রওয়ানা হয়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। তার মামা ও নিকট আত্মীয়-স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলাতে পারেনি। পরদিন গতকাল বৃহস্পতিবার নিখোঁজ স্কুলছাত্রের মামা মামুন উর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং-৯৮৪, ২০/০২/২০২৫ইং। দামুড়হুদা মডেল থানার থানার (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, বুধবার বাড়ি থেকে বের হয়ে স্কুলছাত্র মাহাবুব মুরশেদ সানিম নিখোঁজ হয়। পরদিন তার মামা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে।