দামুড়হুদায় গ্রামীণ অবকাঠামো কাবিখা কাবিটা প্রকল্প কাজ পরিদর্শন করলেন ইউএনও

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নে কালিয়াবকরী নতিপোতা গ্রাম গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা, কাবিটা ১ম পর্যায়, কর্মসূচির আওতায় ফ্লাটসোলিং রাস্তা নির্মাণ হেমায়েতপুর বেডবাড়িয়া ঈদগা মাঠ প্রকল্প কাজ সরেজমিনে পরিদর্শন করেন নির্মাণমাধীন প্রকল্পের কাজের পরিদর্শন করলেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এ সময় উপস্থিত ছিলেন পিআইও মিজানুর রহমান, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী। অপরদিকে চলমান রাস্তার কাবিখা কাবিটা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন মাটি ভরাট সংস্কার রাস্তার অন্তর্ভুক্ত রাস্তাতার কাজের গুনগত উন্নতমানসহ দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। এছাড়া প্রকল্পের কাজের মান কিছু কাজ এখনো বাকি। অদ্যাবধি কাজের মোটামুটি সন্তোষজনক। এ সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, জনগণের চলাচলসহ যে কোন সমস্যা আমরা দ্রুততার সাথে সমাধান করবো। আমরা ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করছি। বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়নে আমরা সকল সময় নিরলসভাবে কাজ করে।