দামুড়হুদায় গ্রামপুলিশের মাঝে নগদ অর্থ বিতরণ

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ভূমিকা পালনে প্রণোদনা হিসাবে গ্রামপুলিশ (দফাদার ও মহল্লাদার) প্রত্যেকে এক হাজার ৩শ’ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন স্থানীয় সরকার বিভাগের বরাদ্ধকৃত এই অর্থ বিতরণ করেন।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জানান, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ভূমিকা পালন করায় উপজেলার ৮টি ইউনিয়নের ৮০ জন গ্রামপুলিশ (দফাদার ও মহল্লাদার) এর স্থানীয় সরকার বিভাগ থেকে পাওয়া প্রত্যেকের এক হাজার ৩শ’ টাকা করে মোট ১ লাখ ৪ হাজার নগদ অর্থ প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

 

Comments (0)
Add Comment