দামুড়হুদায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন কারা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এই বীজ ও সার বিতরনের কাজ উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, ২০২১-২০২২অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীস্মকালীন পেঁয়াজ ও রোপা আমন ধান প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৩৫০জন কৃষকের  ১ কেজি পেঁয়াজের বীজ ২০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার ও নগদ ২ হাজার ৮০০ টাকা দেয়া হবে। এছাড়াও ১ হাজার কৃষক  কে ৫কেজি ধানের বীজ ২০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিনা মূল্যে দেয়া হবে। বীজ ও সার বিতরনের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী সহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার বিশ্বাস, আওয়ামীলীগ নেতা সেলিম উদ্দীন বগা, উপজেলা কৃষক সংগঠনের সভাপতি দামুড়হুদা সদর ইউপির সদস্য সামসুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দু।

Comments (0)
Add Comment