দামুড়হুদায় আওয়ামী লীগ ও যুবলীগের মোটরসাইকেল মিছিল

 

দামুড়হুদা অফিস: দেশব্যাপী জামায়াত-বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে দামুড়হুদায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক বিশাল মোটরসাইকেল মিছিল বের হয়। মিছিলে জামায়াত-বিএনপিকে রাজপথে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।

দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সেলিম উদ্দিন বগার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সুলতান, টোটন, শামসুল ইসলাম মেম্বার, আবুল হাশেম মেম্বার, লুৎফর রহমান মেম্বার, মুনছুর মেম্বার, জুনাব আলী, গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু, দামুড়হুদা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভূট্টু, যুবলীগ নেতা হযরত আলী, রকিবুল হাসান, শেখ হাফিজুর রহমান, জামাত আলী, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান জসিম, আরজু আহমেদ রাকিবসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment