কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের আজিজুল হক গিরি (২৫) ও জাহাজপোতা গ্রামের সোহেল রানা (২২) ইয়াবাসহ আটক হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ইমরান হোসেন ও এএসআই মসলেম উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় কোমরপুর গ্রামের রাস্তার ওপর। এ সময় হুদাপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে আজিজুল হক গিরি ও একই ইউনিয়নের জাহাজপোতা গ্রামের রশিদ আলীর ছেলে সোহেল রানার কাছে থাকা ৫১ পিস ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ সদস্যরা। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।