দামুড়হুদার হরিরামপুরে বিদ্যুতস্পৃষ্টে একজনের মৃত্যু

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হরিরামপুরে বিদ্যুতস্পৃষ্টে ২ সন্তানের জনক মো. সামাদের (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় ও পারিবারিকসূত্রে জানাগেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে হরিরামপুর মাঝপাড়ার মৃত মো. ইয়াসিনের ছেলে সামাদ নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারির চার্জ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় অসাবধানতাবসত বিদ্যুতের তার শরীরের স্পর্শ হলে ঘটনাস্থলে তিনি আহত হয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রওনা হয় চিকিৎসার জন্য। এসময় পথিমধ্যে তিনি মারা যান। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আসলাম উদ্দিন জানান, বিদ্যুতস্পৃষ্টে মারা যাওয়া মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য তার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে নগদ ১০ হাজার টাকা দেয়া হয়েছে। রোববার সকাল ৯টার দিকে মৃত ব্যক্তির জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হবে বলে জানান তিনি।

Comments (0)
Add Comment