দামুড়হুদার সুবলপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৮ম শ্রেণির ছাত্রীর অনশন : অবশেষে বিয়ে

 

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে প্রেমিকের বাড়িতে ৮ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী বিয়ের দাবিতে অনশন করেছে। শনিবার রাতে স্কুল ছাত্রীটি তার পরিবারের কারো সাথে কিছু না বলে একই এলাকার প্রেমিক মানিক হালসোনার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে। পর দিন রোববার দুপুরে তারা দু’জনে আজানার উদ্দেশ্য পাড়ি জমাই এবং রাতে বিয়ে করে বাড়ি ফেরে। জানা গেছে, দামুড়হুদা উপজেলা কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাড়ার লাল্টু হালসোনার ছেলে মানিক (২৫) এর সাথে একই এলাকার ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের সূত্রে তারা দুজনে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিসহ প্রতিনিয়ত দেখা করে সম্পর্কে আরও গভীর করে তোলে। এর এক পর্যায়ে বিয়ে করার বিভিন্ন প্রলোভন দেখিয়েও গত কয়েকদিন ওই স্কুল ছাত্রীর সাথে কোনো যোগাযোগ রাখেনি প্রেমিক মানিক, বাধ্য হয়ে গতকাল রাতে স্কুল ছাত্রীটি বিয়ের দাবিতে প্রেমিক মানিকের বাড়িতে অনশন শুরু করে। এ ঘটনায় ছেলের বাড়ির কেউ সাংবাদিকদের সামনে কথা বলতে চাননি। পরদিন রোববার দুপুরে প্রেমিক জুটি আজানার উদ্দেশ্য পাড়ি জমাই, রাতে বিয়ে করে বাড়ি ফেরে। এদিকে স্কুল ছাত্রীর পিতা বকুল হোসেন বলেন, গতকাল রাতে যখন আমার মেয়ে আমার পরিবারের কথা না ভেবে বাড়ি থেকে বাহির হয়েছে তখন থেকেই আমি তার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছি।

Comments (0)
Add Comment