কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির সদাবরিতে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে ৩ টি স্বর্ণের বার আটক করেছে বিজিবি সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে দর্শনা থানার অন্তর্গত সদাবরী মাঠে পাঁকা রাস্তা সংলগ্ন মেহগনি বাগানের মধ্য দিয়ে স্বর্ণ পাচার করা হচ্ছে বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মো. ইশতিয়াক, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নায়েব সুবেদার মো. আহসান কবির সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানার অন্তর্গত সীমান্তের মেইন পিলার ৮৫ হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সদাবরী মাঠ পাঁকা রাস্তা সংলগ্ন মেহগনি বাগানের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ৩৪৯.২২ গ্রাম (২৯.৯৫ ভরি) ওজনের সর্বমোট ৩ টি স্বর্ণের বার আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। স্বর্ণের আনুমানিক মূল্য- ২৩,০৬,১৫০ (তেইশ লক্ষ ছয় হাজার একশত পঞ্চাশ) টাকা। নায়েব সুবেদার মো. আহসান কবির বাদী হয়ে দর্শনা থানায় মামলা করতঃ আটককৃত ভারতীয় স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবিসূত্র।