দামুড়হুদা অফিস: দামুড়হুদার পুরাতন বাজারপাড়ার কৃতিসন্তান মোবাশ্বের রহমান দম্পতি বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করেছে। গত ৩০ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান একাডেমীতে স্বামী-স্ত্রী দম্পতি কমিশন্ড লাভ করেন।
জানা গেছে, দামুড়হুদা উপজেলা সদরের পুরাতন বাজারপাড়ার মকবুল হোসেনের ছেলে ও দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামের ভাইপো মোবাশ্বের রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়ন শেষে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির ৭৯ কোর্স শেষে ফ্লাইং অফিসার পদমর্যাদায় এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগে কর্মজীবন শুরু করেন। একই সময়ে মোবাশ্বের রহমানের সহধর্মিণী মানিকগঞ্জ জেলার এয়ার কমোডর সিদ্দীকুর রহমানের কন্যা সামিয়া সিদ্দীকি মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলোজি (এমআইএসটি) হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়ন শেষে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির ৭৯ কোর্স শেষে ফ্লাইং অফিসার পদমর্যাদায় এডমিন বিভাগে সিভিল ইন্জিনিয়ার হিসাবে কর্মজীবন শুরু করেন। গত ৩০ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একাডেমীতে আনুষ্ঠানিকভাবে তাদেরকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান।