দামুড়হুদার মোক্তারপুরে বস্তাভর্তি ফেনসিডিলসহ ঝাঁজাডাঙ্গার জুয়েল আটক

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার মোক্তারপুর মোল্লা বাজার থেকে প্লাস্টিকের বস্তাভর্তি (১২০ বোতল) ফেনসিডিলসহ মাদক কারবারি জুয়েল রানাকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ১৫০সিসির ডাবল ডিক্সের ভারতীয় বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। ফেনসিডিলসহ আটককৃত জুয়েল রানা দর্শনা থানাধীন ঝাঁজাডাঙ্গা গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে। থানা পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই তোবারক আলী, এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মোক্তারপুর মোল্লা বাজারের দাউদ মোল্লার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় কার্পাসডাঙ্গা অভিমুখ থেকে আসা একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেলের গতিরোধ করে পুলিশ। এ সময় মোটরসাইকেলের চালক জুয়েল রানা (২৮) কে আটক করে পুলিশ। তার মোটরসাইকেলে থাকা বস্তায় মেলে ১২০ বোতল ফেনসিডিল। এ সময় তাকে আটক করে তার মোটরসাইকেলটি ও ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে রাতে আটককৃতর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

Comments (0)
Add Comment