স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামে ৩ জন নারীসহ ৪ জনকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগসূত্রে জানা গেছে, মুন্সিপুর গ্রামের কালু ম-লের নিজবাড়িতে গত পরশু রাতের আধারে জোরপূর্বক প্রবেশ করে একই গ্রামের জসিম বিশ্বাসের ছেলে হাসেমগং। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হাসেমগং কালুর ছেলে মাহবুরকে বেধড়ক মারপিট করে। জখম অবস্থায় তাকে উদ্ধার করতে আসা মাহবুরের মা, স্ত্রী ও বোনকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। পরে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল দামুড়হুদা মডেল থানায় কালু ম-ল ও হাসেমসহ ৭ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি জানান, মারামারীর ঘটনায় মুন্সিপুর গ্রামের কালু ম-ল বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন।