কুড়ুলগাছি প্রতিনিধি : দামুড়হুদার পার কৃষ্ণপুর -মদনা ইউনিয়নের জিরাট গ্রামের কৃতিসন্তান আজিজুল হক (৬৫) আজ বুধবার ইদের দিন সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারাযান। তিনি দীর্ঘদিন ধরে হাটের সমস্যায় ভুগছিলেন। তিনি এর আগেও তার দুই বার ষ্টোক করে। তিনি দীর্ঘ ৩০ বছর মদনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।