দামুড়হুদার বুইচিতলায় ঝাঁপান খেলা অনুষ্ঠিত

 

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়েছে। সাপ দেখে মানুষ ভয় পেলেও, সেই সাপের খেলা দেখার জন্য শত শত মানুষ হুমড়ি খেয়ে পড়ে। বুইচিতলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে এ ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়। দুটি দল এই খেলায় অংশ গ্রহণ করে। প্রথম হন দারিয়াপুরের জিয়া সাপুড়ে। তাকে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার দেয়া হয়। খেলা দেখতে আসা সরোয়ার বলেন, ‘আধুনিকতার ছোয়ায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা কোথাও দেখা যায় না। এবারই প্রথম এই খেলা দেখতে এসেছি।’  সাপুড়ে জিয়া জানান, ছোটবেলা থেকেই তিনি এ পেশায় (সাপুড়ে)। গ্রামের লোকের বাড়ি এবং মাঠ থেকে বিষধর সাপ ধরেন। সেগুলোকে পেলে পুষে বিক্রয় করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে খেলা দেখান। এই খেলা দেখিয়ে তাদের তেমন সংসার চলে না। তারপরও এ পেশাকেই তিনি বেছে নিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী মুনসুর বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, দেলোয়ার হোসেন বিপু মেম্বার, আশরাফুল মেম্বার, আশাদুল, তারিক, আ. লীগ নেতা জলিল, মশিউর রহমান রাঙ্গা প্রমুখ।

Comments (0)
Add Comment