দামুড়হুদার পিরপুরকুল্লায় গৃহবধূর আত্মহত্যা

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামে মিম (১৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মিম পিরপুরকুল্লাহ গ্রামের চুল প্রসেসিং মিস্ত্রী জিমের (২২) স্ত্রী।

পারিবারিক ও স্থানীয়সূত্রে জানা গেছে, গত শনিবার দিনগত রাতে সকলের অজান্তে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ মিম। বিষয়টি পরিবারের লোকজন সকালে টের পেলে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) মো. শফিউল আলম ও কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই ইমরান হোসেন ঘটনাস্থলে আসেন। এদিকে খবর পেয়ে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম ওই বাড়িতে আসেন। পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। বিভিন্ন তথ্য থেকে জানাগেছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। জিম চুলের কাজের সুবাদে রংপুর জেলায় বসবাস করতেন এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার গোপিনাথপুর গ্রামের মেয়ে মিমকে বিয়ে করে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment