কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামের দুই মাদকব্যবসায়ী ফেনসিডিলসহ আটক হয়েছেন।
পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ইমাম মোর্ত্তুজা রাজীবের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান চালান কুতুবপুর কবরস্থান সংলগ্ন গালকাটা মোড়ে বটগাছের নিচে পাঁকা রাস্তার ওপর। এসময় পিরপুররকুল্লা গ্রামের আজিজুল হক প্যাঙার ছেলে মো. সুরাজ ওরফে সুরুজ (২৪) ও একই গ্রামের হারুন রশিদের ছেলে সজিব মোল্লার (২৩) কাছে তল্লাশি চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা রুজু করা হয়েছে বলে জানাগেছে।