দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে নৌকার কর্মী সমাবেশ পরিণত হলো জনসভায়

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার জন্য আহবান
কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের (নৌকার) কর্মী সমাবেশ পরিণত হয় বিশাল জনসভায়। এসময় প্রধান অতিথি এমপি হাজি মো. আলী আজগার টগর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ উন্নত জীবন যাপন করে। সরকারের ধারাবাহিকতা বজায় রয়েছে বলেই দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শিক্ষা, বিদ্যুৎসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। দুস্থ, অসহায় সকল মানুষকে সামাজিক বেস্টনীর আওতায় আনা হয়েছে। উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় বিশ্বদরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান। তিনি গতকাল শনিবার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন নির্বাচনী এলাকা আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশে যেন জনসভায় পরিণত হয়। দামুড়হুদার পারকৃষ্ণপু-মদনা ইউনিয়নের নৌকার প্রার্থীর কর্মী সমাবেশে হাজার হাজার নৌকার ভক্তরা গতকাল শনিবার সকালে মদনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হলে জনসভায় রুপ নেয়। পূর্ব নির্ধারিত নেতাকর্মীদের নিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। এতে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের বিভিন্ন অংশ থেকে হাজার হাজার হাজার লোক এসে উপস্থিত হয়। পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন আ.লীগের সভাপতি মুন্তাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নৌকার মাঝি এমপি হাজি মো. আলী আজগার টগর। এসময় উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিয়াবুল, সাবেক সভাপতি বরকত, আ.লীগ নেতা আরজুম আলী, জুলফিকার, সহিদুল ইসলাম, আহসান, খায়রুল বাসার, খোরশেদ আলম, হাফিজুর রহমান, এনামুল হক, আব্দুল আলিম, মান্নান, আজাদ, আকরাম, তোতা মিয়া, হযরত আলী, সাইফুল ইসলাম, ইউনুস, নজরুল ইসলাম, রিপন, মনির ডাক্তার, তেঁতুল, কামরুল ইসলাম, সেলিম। পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক আবু সাইদ, পিয়ার আলী, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর সাগর, সম্পাদক আরিফ, জুবায়ের প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ।