দামুড়হুদার নাটুদাহ বিদ্যালয়ের খেলার মাঠ লিজ দেয়ার অভিযোগ  

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার একমাত্র মাঠ ভুট্টা ব্যবসায়ীদের কাছে লিজ দেয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীসহ গ্রামের যুবকরা। মাঠে ভুট্টা শুকানোর কারণে বিদ্যালয়ের চারপাশে ময়লা-আবর্জনায় জরাজীর্ণ অবস্থা। এছাড়া ভুট্টা শুকানোর সময়ও ব্যবহার হচ্ছে বিদ্যালয়ের বারান্দাগুলো। এক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গোপন চুক্তি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া মাঠটি লিজ দেয়ার কারণে হাইস্কুলের পাশে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার ব্যাঘাতও সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে স্থানীয় যুবকেরা অভিযোগ করে বলেন, প্রতি বছরের মত এবারও আমাদের একমাত্র খেলার মাঠটি লিজ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আমরা এই মাঠে এখন খেলাধুলা করতে পারছি না। প্রতি বছর ভুট্টা ব্যাবসায়ীদের কাছে মাঠ লিজ দেয়ার সময় আমাদের কাছে বলা হয় এবার লিজের টাকায় মাঠ সংস্কার করে দেবো। মাঠ লিজ দেয়ার কারণে যুবকরা মোবাইলে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু মাঠে ভুট্টা না থাকলে তারা খেলাধুলায় ব্যস্ত থাকে।

এ বিষয়ে স্কুল পরিচালনার কমিটির সভাপতি মওলা বকস মন্টুর কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমি কিছু জানি না। মাঠে ভুট্টা শুকানোর বিষয়ে আমাকে কেউ জানাইনি। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি জানান, কোনোকিছু আলোচনার আগেই ব্যবসায়ীরা মাঠে ভুট্টা ফেলেছে। এ বিষয়ে সভাপতির সাথে আলোচনা করেছি এবং তাকে ডাকা হয়েছে। কালকে ভুট্টা তুলে নিতে বলবো।

Comments (0)
Add Comment