দামুড়হুদা অফিস:দামুড়হুদার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাছলিমা আক্তার এর যোগদান করেছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
জানাগেছে, দামুড়হুদার নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ৩১তম বিসিএসের প্রশাসন ক্যাডার। এরআগে তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দামুড়হুদা উপজেলায় যোগদান করায় উপজেলা পরিষদ-প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে ফুল দিয়ে বরণ করা হয়েছে।