কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার চন্দ্রবাসে সাপের কামড়ে দুই মাদরাসা ছাত্রের মৃত্যুর পর এবার সাপের কামড়ে মৃত্যু হলো উপজেলার ঠাকুরপুর গ্রামের রহিমা খাতুন (৬০) নামের ৪ সন্তানের জননীর। তিনি ঠাকুরপুর গ্রামের বাজারপাড়ার সিরাজুল সরদারের স্ত্রী। পারিবারিক ও স্থানীয়সূত্রে জানাগেছে, গতকাল বুধবার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে সাপের কামড়ে আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা রহিমা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আনুমানিক সকাল সাড়ে ৮ দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, রহিমা খাতুনদের কৃষি জমিতে তার স্বামীসহ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সকাল ৬টার দিকে ওই শ্রমিকদের মুড়ি দেয়ার জন্য মুড়ির ড্রাম খোলেন বৃদ্ধা রহিমা খাতুন। এ সময় ড্রামের নিচে থাকা বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উল্লেখ্য গত সোমবার রাতে নাটুদাহের চন্দ্রবাস গ্রামে স্থানীয় একটি মাদ্রাসায় শয়নকক্ষে দুই মাদরাসা ছাত্রের সাপের কামড়ে মৃত্যু হয়। গত দু’দিনের ব্যবধানে দামুড়হুদা এলাকায় সাপের কামড়ে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটলো।