কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুরে ৩১তম সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় কোমরপুর লালন আশ্রম কেন্দ্রে লালন আশ্রম কেন্দ্রের সভাপতি ইউসুফ সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, লালন আশ্রম কেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, নুর মোহাম্মদ ভগু, সাজিবর রহমান, খলিলুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, দরবার পরিচালনা কমিটির সম্পাদক আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. তোহিদ। উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি মো. সালাউদ্দিন, যুবলীগ নেতা মেহেদী হাসান মিলন, আক্তার হোসেনসহ বিভিন্ন শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন তরুণ সমাজ সেবক বদিউজ্জামান ডিউক। অনুষ্ঠান শেষে লালন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।