দামুড়হুদার কুতুবপুরের ছোবদুল ফেনসিডিলসহ আটক

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদার কুতুবপুর গ্রামের ছোবদুলকে ফেনসিডিলসহ আটক করেছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করে ৭২বোতল ভারতীয় ফেনসিডিল। ছোবদুল (২২) কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের ইয়ার আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই ইমাম মোর্ত্তুজা রাজীব সংগীয় ফোর্সসহ দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা কাস্টমস মোড় মাদরাসা পাড়া এলাকা থেকে ছোবদুলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গতকাল রাতেই ফেনসিডিল সহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলেও জানাগেছে।

Comments (0)
Add Comment