কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৭তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদুজ্জামান রানার নেতৃত্বে কাস্টম মোড়ে শ্রমিক নেতা জামাত আলীর কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহিদুল সর্দ্দার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ সম্পাদক জামাত আলী, সুমন, রাসেল ইসলাম, জাহাঙ্গীর আলম, ওয়াজ করনি, ইমরান, সাগর আলী, সোহেল, মতিয়ার, সাব্বির, শিহাব, তারিক, সুবেদার, শামীম প্রমুখ