দামুড়হুদার আরামডাঙ্গায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মালিতা পাড়ায় পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ৭৫ বছর বয়সের আরজুবানু নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি আরামডাঙ্গা গ্রামের আবু কাশেম আলীর স্ত্রী এবং কার্পাসডাঙ্গা বাজারের কবরস্থানমোড়ের এসএস স্টিলের ব্যবসায়ী মো. সমিদুলের মা। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আরজুবানু নামের বৃদ্ধা সে দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরের গোসল করতে নামে। বাড়ি আসতে দেরি হওয়ায় বাড়ির লোকজন তাকে খোঁজা খুঁজির একপর্যায়ে পানির মধ্যে থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাড়ির লোকজন জানায়, তিনি দীর্ঘদিন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। গতকালই মাগরিবের নামাজের পর বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লিদের উপস্থিতিতে আরামডাঙ্গা কবরস্থানে জানাজা শেষে মরদেহের দাফনকার্য সম্পন্ন হয়।